• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো : রাজ রীপা


বিনোদন প্রতিবেদক আগস্ট ২১, ২০২৫, ০৫:৫১ পিএম
আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো : রাজ রীপা

ঢাকা: নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে মংলা (বাগেরহাট) থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। এর পর জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পরে ‘মুক্তি’ নামে আরেক ছবির লিড রোল করেন। সেই ছবি মুক্তির আগে রাজ রিপার ‘ময়না’ নামে আরেক ছবি মুক্তি পায়। চলচ্চিত্রে কাজের চেয়ে ভিন্নভাবে বেশি আলোচনায় আসেন এই উঠতি অভিনেত্রী।

২০২৩ সালে সেলিব্রিটি ক্রিকেট লিগে তুমুল আলোচনায় আসেন। সে সময় মধ্যাঙ্গুলি দেখিয়ে বিতর্কের সৃষ্টি করেছিলেন। আপাতত নতুন কোনো চলচ্চিত্রের খবর নেই।

সম্প্রতি এই অভিনেত্রী ফেসবুকে জানিয়েছেন একসময় তাঁর হাসিতে অনেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো, প্রেমে পড়ে যেত তাঁর মুখের কথার। এক পোস্টে বলেন, আমরা যত বড় হচ্ছি তত সরলতা হারিয়ে ফেলছি। হঠাৎ করে ভাবলাম, ছোটবেলায় আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো আর মুহূর্তে কথার প্রেমে পড়ে যেত। কি সরল হাসি টাইনা ছিল। আর এখন হাসি দিলে মানুষ ভয় পায় ও কথা শুনলে দৌড় দেয়, কিন্ত কারণটা কী?

প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কার উদ্দেশ্যে সেটা জানা যায়নি। বর্তমান প্রজন্মের নায়িকা রাজ রিপা। তিনি নাকি জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন নাকি। তবে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উঠতি অভিনেত্রী।
 

ইউআর

Wordbridge School
Link copied!