• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অমিতাভ বচ্চন

‘গৃহিণী বলার সময় কণ্ঠ নিচু করবেন না গর্ব করুন, ঘর পরিচালনা করা সহজ নয়’


বিনোদন ডেস্ক অক্টোবর ৭, ২০২৫, ১১:২৮ এএম
‘গৃহিণী বলার সময় কণ্ঠ নিচু করবেন না গর্ব করুন, ঘর পরিচালনা করা সহজ নয়’

অমিতাভ বচ্চন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন শুধু চলচ্চিত্র জগতেই নয়, বরং চিন্তা-চেতনায়ও এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বহু আগেই। নিয়মিত নিজের ব্লগ ‘মন কি বাত’-এর মাধ্যমে ভক্ত ও পাঠকদের সঙ্গে ভাবনার খোঁজখবর ভাগ করে নেন এই কিংবদন্তি। এবার তার লেখায় উঠে এলো গৃহিণীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ এক মন্তব্য।

ব্লগে অমিতাভ লিখেছেন, ‌‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) অনুষ্ঠানে বহুবার তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে একজন নারী দর্শককে প্রশ্ন করলে—“আপনি কী করেন?”, উত্তর মেলে নিচু স্বরে—“আমি একজন গৃহিণী”।

এই বিষয়টিকে মোটেই ছোট করে দেখেন না বলিউডের ‘শাহেনশা’। বরং তিনি স্পষ্টভাবে বলেন, আপনি কেন নিচু স্বরে বলেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্ব করে বলুন, আপনি একজন গৃহিণী। ঘর সামলানো মোটেই সহজ নয়।

অমিতাভ মনে করিয়ে দেন, গৃহিণী হিসেবে একজন নারী শুধু রান্না বা ঘর গোছানোর কাজ করেন না—তিনি স্বামীর সঙ্গী, সন্তানদের অভিভাবক, পুরো পরিবারের দেখভাল করেন। এক অর্থে, ঘরের চালক তিনি নিজেই। সমাজে এ কাজকে ‘ক্যারিয়ার’ বা ‘চাকরি’ হিসেবে না দেখা হলেও, এর গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

বিগ বি তার ব্লগে কোভিড-১৯ মহামারির সময়ের কথাও স্মরণ করেন।
বলেন, লকডাউনের সময় অনেক পুরুষই ঘরের কাজে স্ত্রীর পাশে দাঁড়াতে বাধ্য হন। তখন তারা বুঝেছিলেন—একটি ঘরের পেছনে কতখানি অক্লান্ত পরিশ্রম ও যত্ন জড়িত থাকে।

সবার উদ্দেশে অমিতাভের বার্তা পরিষ্কার—গৃহিণী হওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং এটা একটি পূর্ণকালীন দায়িত্বপূর্ণ কাজ। সমাজে এই ভূমিকাকে যত সম্মান দেওয়া উচিত, বাস্তবে তা পাওয়া যায় না। সময় এসেছে সেই দৃষ্টিভঙ্গি বদলানোর।

এম

Wordbridge School
Link copied!