• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘সাইয়ারা’ জুটির প্রেমের সম্পর্ক এবার বাস্তব রূপে ধরা দিলো


বিনোদন ডেস্ক অক্টোবর ১৪, ২০২৫, ১২:৫৬ পিএম
‘সাইয়ারা’ জুটির প্রেমের সম্পর্ক এবার বাস্তব রূপে ধরা দিলো

বিনোদন অঙ্গনে এখন চলছে একটাই গুঞ্জন—‘সাইয়ারা’ সিনেমার জনপ্রিয় জুটি অহান পাণ্ডে ও অনীত পড্ডার বাস্তবেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। বহুদিন ধরে চলা গুঞ্জনে যেন এবার সিলমোহর দিলেন অহান নিজেই।

গত সোমবার (১৩ অক্টোবর) ছিল অভিনেত্রী অনীত পড্ডারের ২৩তম জন্মদিন। এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে তাদের একান্ত কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন অহান পাণ্ডে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মুম্বাইয়ে অনুষ্ঠিত বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে দু’জন একসঙ্গে উপস্থিত। চোখ বন্ধ করে গানের তালে হারিয়ে রয়েছেন অহান, আর তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছেন অনীত। ছবিটিতে অনীতের মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট।

ভক্তদের দাবি: এই কনসার্টটি হয় ছবির মুক্তির বহু আগে। অর্থাৎ, 'সাইয়ারা' ছবির শুটিং চলার সময়েই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এই দুই তারকার মধ্যে।

চলতি বছরের ১৮ জুলাই মুক্তি পায় ‘সাইয়ারা’, যেখানে অহান ও অনীতের রোমান্টিক জুটি দর্শকদের হৃদয়ে ঝড় তোলে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয় যে, মুক্তির পর থেকেই ব্যক্তিগত জীবনেও তারা একসঙ্গে রয়েছেন কি না—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল।

সূত্র মতে, তারা বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। একসঙ্গে শুটিং, প্রোমোশনে অংশগ্রহণ এবং ব্যক্তিগত সময় কাটানোর মধ্য দিয়েই সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠজনদের দাবি, তারা একে অপরের প্রতি 'প্রতিশ্রুতিবদ্ধ'।

অহান-অনীতের এই সম্পর্ক নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে আনন্দ-উচ্ছ্বাস। অনেকেই লিখছেন—এই জুটি যেন বাস্তবেও একসঙ্গে থাকে, সেটাই এখন চাওয়া।

তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবু ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোই যেন সব কথা বলে দিচ্ছে।

ফিল্ম বিশ্লেষকদের মতে, ‘সাইয়ারা’ ছবির জুটি বাস্তবেও প্রেমে জড়ালে সেটি ভবিষ্যতের মার্কেটিং ও ফ্যানবেস তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রেম-গুঞ্জন যে এখন অনেক সময় ক্যারিয়ারেও বাড়তি মাইলেজ দেয়, এ উদাহরণ নতুন নয়।

এম

Wordbridge School
Link copied!