• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাসনিয়া ফারিণকে দেব

‘যাক! অবশেষে এলে, দেখা হল আমাদের’


বিনোদন ডেস্ক অক্টোবর ২৭, ২০২৫, ০১:০০ পিএম
‘যাক! অবশেষে এলে, দেখা হল আমাদের’

দেশীয় দর্শকের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও জনপ্রিয় তাসনিয়া ফারিণ কলকাতায় রয়েছেন। দুই বাংলার শিল্পীদের সঙ্গে পরিচয় ও সিনেমার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি আনন্দিত।

ফারিণের কলকাতা সফর বিশেষ হয়ে উঠেছে দেবের সঙ্গে সিনেমার মুখোমুখি সাক্ষাতার জন্য। যদিও ভিসা জটিলতার কারণে আগের সুযোগ হাতছাড়া হয়েছিল, সম্প্রতি তিনি দেবদার সঙ্গে ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে দেখা করেন। অভিনেত্রী বলেন,  ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে দেখাও হল দেবদার সঙ্গে। বললেন, “যাক! অবশেষে এলে। দেখা হল আমাদের।” এর আগে দেবদার সঙ্গে সব কথা ফোনে হয়েছিল। মুখোমুখি এই প্রথম।’

এছাড়া ফারিণ কলকাতার স্থানীয় খাবার ও পূজা উৎসবের আনন্দ উপভোগ করছেন। টালিগঞ্জে শুটিং, বড় পর্দায় অভিষেক এবং দুই বাংলার কাজের পেশাদারিত্বের পার্থক্য নিয়েও তিনি বলেন, “এখানকার কাজ বেশি সুসংগঠিত, তবে মূলত একই ভাষা ও পরিবেশ, তাই পার্থক্য তেমন বোঝা যায় না।”

ফারিণ অভিনয় এবং শিল্পী হিসেবে আলোচনা করতে আগ্রহী হলেও রাজনৈতিক বিষয়ে স্পষ্ট করেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন। বর্তমানে গুঞ্জন রয়েছে, অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবিতে ফারিণ ও চঞ্চল চৌধুরীর একসঙ্গে দেখা যেতে পারে। তবে অভিনেত্রী এই বিষয়ে কিছু নিশ্চিত করেননি।

এম

Wordbridge School
Link copied!