ছবি: সংগৃহীত
ফরিদপুর জিলা স্কুলের মাঠে শুক্রবার রাত জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, স্কুল শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে মারামারি হওয়ায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কনসার্ট বাতিল করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, জিলা স্কুলের নিজস্ব প্রোগ্রাম ছিলো এবং জায়গা সীমিত। বাইরের বহু লোক ভিড় জমায়, তারা ভেতরে ঢুকতে না পেরে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। হালকা মারামারি ও নিরাপত্তাজনিত কারণে কনসার্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
জিলা স্কুলের ১৮৫তম বর্ষিকী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার শুরু হয়েছিল। এতে সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। কনসার্টের কথা ছিল অনুষ্ঠান শেষ পর্যায়ে শুক্রবার রাতে। নিরাপত্তার কারণে জেমস ঢাকায় ফিরে যান।
এর মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করেছেন, কনসার্ট বাতিল হয়েছে ‘তৌহিদী জনতার’ হামলার কারণে। জেলা প্রশাসক নিশ্চিত করেছেন, এ ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয়।
সায়েদুল ইসলাম জানান, অনুষ্ঠানে র্যাফেল ড্র শেষ হওয়ার পর কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাইরের লোকজন প্রবেশের চেষ্টা শুরু করলে পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসব কারণে আয়োজকরা কনসার্ট বাতিল করেন।
এসএইচ







































