সংগীতশিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ হয়েছে। এই বিশেষ সময়ে অ্যানিভার্সারি লুকে নতুন করে আলোচনায় উঠে এসেছেন রোজা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার কিছু ছবি মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।
গত বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন তাহসান। এক বছর পূর্তিতে সেই স্মরণীয় দিনের আনন্দ যেন আবারও ফিরে এসেছে তাদের জীবনে। বিবাহবার্ষিকী উপলক্ষে রোজার শেয়ার করা ছবিগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে প্রশংসার ঝড় ওঠে।
ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে রোজাকে। গ্ল্যামারাস এই সাজে তাকে বেশ আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ লুকে ধরা দিয়েছে। বিভিন্ন লুকে ভক্তদের নজর কাড়লেও এবার তার উপস্থিতি যেন আরও বেশি চমক জাগিয়েছে।
অ্যানিভার্সারি উদযাপনের আয়োজনে ছিল বিশেষ কেকও। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বড় লিলি ফুল ও মোমবাতি দিয়ে। পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেকের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন সুন্দর সারপ্রাইজ দিয়েছেন তাহসান নিজেই।
উল্লেখ্য, তাহসান ও রোজার বিয়ের খবর গত বছর হঠাৎ করেই প্রকাশ্যে আসে এবং মুহূর্তের মধ্যেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে জানা যায়, রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট।
রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে নিজের প্রতিষ্ঠিত ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।
এম







































