• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বলিউডে পর্নস্টার মিয়ার আগমন, দেখুন ট্রেলার (ভিডিও)


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৭, ২০১৮, ০১:০৯ পিএম
বলিউডে পর্নস্টার মিয়ার আগমন, দেখুন ট্রেলার (ভিডিও)

ঢাকা: বেশ কিছু দিন হলেই আলোচনা চলছিল সানি লিওনের পর বলিউডে আবারো এক পর্নস্টারের আগমন ঘটছে। সেটাই সত্যি হচ্ছে, বিখ্যাত নির্মাতা রাম গোপাল বর্মার একটি ছবিতে অভিনয় করেছেন মিয়া মালকোভা। ইতিমধ্যেই তাই একটি ট্রেলারও বের হয়েছে। যা সাড়া ফেলেছে বেশ। সোমবার (১৫ জানুয়ারি) ইউটিউবে প্রকাশ করা ওই ট্রেলারটি দেখা হয়েছে ১৮ লাখ ৭৬ হাজার বার।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘পরিচালক রাম গোপাল বোধয় চাইছেন সানির মত তাকে হিট করে পয়সা কুড়াতে!’

মিয়া অভিনিত সিনেমাটির নাম ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’। ভিডিওটিতে দেখা যায়, একটি আইটেম গানে আবেদনময়ী মিয়া মালকোভাবে।

মিয়ার ওই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পরই জোর গুঞ্জন শুরু হয়। নিজের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে নিজের মতামতও প্রকাশ করেছেন রাম গোপাল। কেন তিনি ওই সিনেমা তৈরি করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় পরিচালক।

আগামী ২৬ জানুয়ারি মিয়ার চ্যানেলে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। সেই সঙ্গে পরিচালক আরো জানিয়েছেন, ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’ যেমন কোনও পূর্ণ দৈর্ঘের সিনেমা নয় তেমনি এটি কোনো শর্ট ফিল্মও নয়। পাশাপাশি এটি কোনো ওয়েব সিরিজ নয় বলেও স্পষ্ট জানিয়েছেন পরিচালক।

এখন দেখা যাক, রাম গোপালের ওই সিনেমা দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। প্রসঙ্গত, মিয়া মালকোভাকে নিয়ে ‘গড, সেক্স অ্যান্ড ট্রুথ’-এর শুটিং ইউরোপেই সেরেছেন।

ভিডিও: 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!