• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাচসাস মঞ্চে অপুর ‘রাজনীতি’ র জয়জয়কার  


বাবুল হৃদয় এপ্রিল ৬, ২০১৯, ০৪:৪৬ পিএম
বাচসাস মঞ্চে অপুর ‘রাজনীতি’ র জয়জয়কার  

পুরস্কার হাতে রাজনীতি টিম

বাবুল হৃদয়: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)মঞ্চে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘রাজনীতি’  জয়জয়কার।  রাজধানীর আগারগাঁও ফিল্ম আর্কাইভ ভবন, বাচসাস-এর ৫০ বছর পূর্ণ  ও সম্মাননা অনু্ষ্ঠানে চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ‘রাজনীতি’ সিনেমা ৫টি সেরা সম্মাননা পেয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) আগারগাঁও ফিল্ম আর্কাইভ ভবন, বাচসাস এর ৫০ বছর পূর্ণ উপলক্ষে সংগঠনটির সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে হল ভর্তি দর্শকদের সামনে এই সম্মাননা সেরাদের হাতে তুলেদেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এতে শ্রেষ্ঠ অভিনেত্রী হন অপু বিশ্বাস। শ্রেষ্ঠ চলচ্চিত্র: রাজনীতি। শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: আনিসুর রহমান মিলন।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু। শ্রেষ্ঠ পরিচালক: বুলবুল বিশ্বাস।

রাজনীতি ছাড়াও অনুষ্ঠানে পুরস্কার পায়-শ্রেষ্ঠ চলচ্চিত্র:  দেশা: দ্য লিডার, শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: চন্দন রায় চৌধুরী (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): তারিক আনাম খান (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা), শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)। 

বাচসাস পুরস্কার ২০১৫ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদ্ম পাতার জল, শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেতা: আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)।

বাচসাস পুরস্কার ২০১৬ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা, শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়ক: ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলাত যায় না তারে), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: রাশেদ জামান চৌধুরী ( আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি), জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: কুমার বিশ্বজিৎ, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক (সারাংশে তুমি)

বাচসাস পুরস্কার ২০১৭ বিজয়ী

 শ্রেষ্ঠ চলচ্চিত্র: ঢাকা অ্যাটাক, শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা), শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা), শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): রুনা খান (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): নাসরিন (সত্তা), শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা), শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী: 

বাচসাস পুরস্কার ২০১৮ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী, শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী), শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক), শ্রেষ্ঠ গায়িকা: আখি আলমগীর (একটি সিনেমার গল্প), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন-২), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): মিশা সওদাগর (জান্নাত), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): শবনম ফারিয়া (দেবী), শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন), শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।

জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: পুজা চেরী (নবাগত নায়িকা)। জুরিমন্ডলীর সভাপতি সাংবাদিক ও নির্মাতা নরেশ ভূঁইয়া।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!