• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

২৪ ঘন্টায় আরও ৬ জনের প্রাণ নিলো ডেঙ্গু


নিজস্ব প্রতিবেদক:  অক্টোবর ২৯, ২০২৪, ০৮:৪৭ পিএম
২৪ ঘন্টায় আরও ৬ জনের প্রাণ নিলো ডেঙ্গু

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২৮৬ জনের মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৫৯ হাজার  ৪২০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি সপ্তাহে ১৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তিন হাজার ৭৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ছয়জনের মধ্যে তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

এ ছাড়া দুজন চট্টগ্রাম বিভাগ এবং একজন বরিশাল বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আইএ

Wordbridge School
Link copied!