• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আক্রান্ত ৯ কোটি ৯৩ লাখের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩০ হাজার


আর্ন্তজাতিক ডেস্ক জানুয়ারি ২৪, ২০২১, ১১:১৫ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩০ হাজার

ফাইল ফটো

ঢাকা: বিশ্বব্যাপী ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৯৩ লাখ ২২ হাজার ৬০৪ মানুষ। এর মধ্যে মারা গেছেন ২১ লাখ ৩০ হাজার ২৯৩ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৮০৭ জন। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৭৮৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ ২৭ হাজার ৬৩৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৪৯ জন। 

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৫৫ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৩৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৩১ হাজার ৯৬ জন। 

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ১৬ হাজার ৪৭৫ জনের। তবে ৭৬ লাখ ২৮ হাজার ৪৩৮ জন সুস্থ হয়েছেন। 

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৯৮ হাজার ২৭৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৮ হাজার ৯৭১ জন। এরই মধ্যে ৩১ লাখ ৯ হাজার ৩১৫ জন করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।  

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ১৭ হাজার ৪৫৯ জন। এর মধ্যে মারা গেছে ৯৭ হাজার ৩২৯ জন। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ লাখ ১৬ হাজার ৩০৭ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!