• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আক্রান্ত ১০ কোটি ৭৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৬৫ হাজার ছুঁইছুঁই


আর্ন্তজাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১১, ২০২১, ১১:২০ এএম
বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৬৫ হাজার ছুঁইছুঁই

ফাইল ফটো

ঢাকা: করোনাভাইরাসে পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৯৫ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৩ লাখ ৬৪ হাজার ৯৩৮ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ কোটি ৯৮ লাখ ৫৫ হাজার ৯৩৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজার ২০০ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৩২৩ জন।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৮ লাখ ৭১ হাজার ৬০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৩৯৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৫ লাখ ৭১ হাজার ৬২৯ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ৬২ হাজার ৩০৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৯৪৫ জনের। তবে ৮৫ লাখ ৯৬ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ আর মৃত্যুর দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখনো করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ১২ হাজার ৭১০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৮ হাজার ১৩৪ জন। এরই মধ্যে ৩৫ লাখ ১৬ হাজার ৪৬১ জন সুস্থ হয়েছেন। 

আক্রান্তে পঞ্চম ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৪ হাজার ৮৫১ জন। আর সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৮৪৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!