• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনের দ্বিতীয় ভ্যাকসিনও অনুমোদন দিল ডব্লিউএইচও


আন্তর্জাতিক ডেস্ক জুন ২, ২০২১, ০৯:৪৫ এএম
চীনের দ্বিতীয় ভ্যাকসিনও অনুমোদন দিল ডব্লিউএইচও

ছবি : ইন্টারনেট

ঢাকা : এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সিনোফার্মের পর সিনোভ্যাকের অনুমোদন দিলডব্লিউএইচও। 

মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।

এক বিবৃতিতে, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ দেয়ার সুপারিশ করেছে সংস্থাটির স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল। প্রথম ডোজ নেওয়ার দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে বলেও জানান তারা।

সিনোভ্যাকের এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রোগ্রামের আওতায়ও আসবে বলে জানা গেছে। বিভিন্ন দেশে এই টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ৫১ শতাংশ থেকে ৮৪ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে জানিয়ে বিশেষজ্ঞরা।

এর আগে, গেল ৭ মে চীনের রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানি সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ডব্লিউএইচও।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!