• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফের জলমগ্ন মুম্বাই, বাড়তে পারে বৃষ্টি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০২৪, ০৩:২৬ পিএম
ফের জলমগ্ন মুম্বাই, বাড়তে পারে বৃষ্টি

ঢাকা : ভারি বৃষ্টির কারণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিঘ্নিত হচ্ছে যান চলাচল।

প্রবল বৃষ্টির আভাস থাকায় শুক্র ও শনিবার সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১২ জুলাই) ঘন মেঘের চাদরে ঢেকে যাওয়ায় শহরের অনেক এলাকায় দৃশ্যমানতা কমে গেছে, যার প্রভাব পড়েছে উড়োজাহাজ পরিষেবায়।

ঘর থেকে বের হওয়ার আগেই ফ্লাইটের সবশেষ অবস্থা জেনে নিতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সগুলো। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, বৈরী আবহাওয়ার মধ্যেই শুক্রবার মুম্বাইয়ে ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের মূল আনুষ্ঠানিকতা হতে যাচ্ছে। কয়েকদিন আগেও বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছিল মুম্বাই।

ভারি বৃষ্টিতে চেম্বুর, পি ডি মেলো রোড, এপিএমসি মার্কেট এবং তুর্বে ম্যাফকো মার্কেট, কিংস সার্কেল জলমগ্ন হয়ে পড়েছে। এসব স্থানে হাঁটু সমান পানি ভেঙ্গে যেতে দেখা গেছে লোকজনকে।

অনেক এলাকায় জলাবদ্ধতা ও কম দৃশ্যমানতার কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। শহরের প্রধান মহাসড়কগুলোতে যানজটের খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাত হয়েছে ৯৩.১৬ মিলিমিটার, পূর্ব শহরতলীতে এর পরিমাণ ৬৬.০৩ মিলিমিটার এবং পশ্চিম শহরতলীতে ৭৮.৯৩ মিলিমিটার।

আবহাওয়া অফিসের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, শহর ও শহরতলীতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টি ঝরতে পারে। দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের অন্যান্য অংশেও ভারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। এ সময়ে কোনো কোনো এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির মধ্যে কোথাও কোথাও বজ্রপাত বা দমকা হাওয়াসহ বজ্রপাতের আভাস আছে।

এমটিআই

Wordbridge School
Link copied!