• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২৪ ঘণ্টায় গাজায় ৬৯ মৃত্যু, প্রাণহানি ৪৫ হাজার ছুঁই ছুঁই


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৪৬ এএম
২৪ ঘণ্টায় গাজায় ৬৯ মৃত্যু, প্রাণহানি ৪৫ হাজার ছুঁই ছুঁই

ঢাকা: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছুঁই ছুঁই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৭৬ জনে পৌঁছেছে। আর এ পর্যন্ত আহত হয়েছে এক লাখ ৬ হাজার ৭৫৯ জন ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি আগ্রাসনে গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।

এসএস

Wordbridge School
Link copied!