• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার, বেঁচে নেই কোনো যাত্রী


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৫, ০৫:৫৫ পিএম
ওয়াশিংটনে বিধ্বস্ত প্লেনের ব্ল্যাক বক্স উদ্ধার, বেঁচে নেই কোনো যাত্রী

ঢাকা : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি প্লেনের সংঘর্ষের ঘটনায় আরোহীদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই তথ্য দিয়েছে দেশটির ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

এ দুর্ঘটনার পর শোক জানিয়ে জো বাইডেন প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেন ট্রাম্প বলেন, ‘অযোগ্যদের নিয়োগ দেওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

এদিকে, আমেরিকান এয়ারলাইনসের ওই প্লেনের রেকর্ডিং যন্ত্রগুলো (ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার) উদ্ধার করা হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডই এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সময় গত বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৪ জন ও হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। 

এমটিআই

Wordbridge School
Link copied!