• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিউটির সময় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য


আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:২৫ এএম
ডিউটির সময় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য

ত্রিপুরার ধর্মনগরে ডিউটির সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক সদস্য নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ হয়েছেন। আহত সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে।

তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং ধর্মনগরের মাহেশপুর এলাকায় দায়িত্বে ছিলেন। আহত অবস্থায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত প্রায় ১২টা ৩০ মিনিটে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, তিনি সারা রাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে জি বি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানিয়েছে, এটি দুর্ঘটনাজনিত ঘটনা। ডিউটির সময় বহন করা অস্ত্র থেকে হঠাৎ গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। সূত্র: ত্রিপুরা টাইমস

এম

Wordbridge School
Link copied!