• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে পিএসসির কেন্দ্রে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২১, ১২:১২ পিএম
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে পিএসসির কেন্দ্রে

ফাইল ফটো

ঢাকা: পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা কেন্দ্রগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার আসন নির্ধারণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আরও বিলম্ব হলেও বিসিএস পরীক্ষা শুরু হলে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘পরীক্ষা আয়োজনে কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লিখিত পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ পরীক্ষা শুরু করা হবে।’

ডিপিই’র মহাপরিচালক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে নিয়োগ পরীক্ষা নিতে আর সমস্যা থাকবে না। যদি সেটি আরও পিছিয়ে যায় তবে, আমরা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করবো। তারা যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন করবে সেখানে ধাপে ধাপে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার আসন নির্বাচন করা হবে।’

মহাপরিচালক আরও বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কোনো কোনো প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা শুরু করলেও আমাদের সাড়ে ১৩ লাখ প্রার্থীর পরীক্ষা নেওয়া কঠিন বিষয় হয়ে পড়েছে। এ জন্য আমরা পিএসসি’র পরীক্ষার জন্য অপেক্ষা করছি। তাদের পরীক্ষা শুরু হলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে।’

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!