ফাইল ফটো
ঢাকা: ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন।
সোমবার (২৯ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের তথ্য জানায় পিএসসি।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছিলো।
উল্লেখ্য, ৪২তম বিশেষ বিসিএসে ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ টাইপ) পর্ব শেষ হলো। এখন বাকি থাকলো ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা।
সোনালীনিউজ/এমএইচ







































