• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লিপস্টিক আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর


নিউজ ডেস্ক এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫০ পিএম
লিপস্টিক আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর

ঢাকা: প্রায় সব নারীরই সাজের অন্যতম অংশ হলো লিপস্টিক। পোশাক, অন্যান্য অনুষঙ্গ, ব্যক্তিত্ব আর রুচি অনুযায়ী নারীরা লিপস্টিকের রং নির্বাচন করেন।তবে নারীদের হয়তো জানা নেই যে প্রতিদিন ব্যবহার করার জন্য লাগানো দামি লিপস্টিক আপনার স্বাস্থ্যের জন্য বিপজ্জনকও হতে পারে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলের স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ লিপস্টিকে ক্রোমিয়াম, লিড, অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়াম এবং অন্যান্য অনেক বিষাক্ত পদার্থ রয়েছে।  

গবেষণায় বলা হয়েছে, লিপস্টিকের নিয়মিত ব্যবহারে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে তাদের মধ্যে যারা ২৪ ঘণ্টার মধ্যে ২ থেকে ৩ বার লিপস্টিক লাগান

গবেষণায় আরও বলা হয়েছে, লিপস্টিকের রঙ যত গাঢ় হবে তাতে বিষাক্ত রসায়নের পরিমাণও তত বেশি হবে।

গবেষণার অনুযায়ী লিপস্টিক নিয়মিত ব্যবহারে শরীরে ক্রোমিয়ামের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যায়, যা পেটে টিউমার তৈরির কারণ হতে পারে।

কোনো কোনো লিপস্টিক হতে পারে ব্যবহারকারীর অ্যালার্জির কারণ। বিশেষ করে সস্তা এবং নন ব্র্যান্ডেড লিপস্টিক ব্যবহার করলে এ ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।

লিপস্টিক পরলে কারও কারও ঠোঁটের প্রাকৃতিক রঙ পরিবর্তন হতে পারে। তবে জেনেটিক্স এবং ইউভি এক্সপোজার ঠোঁটের পিগমেন্টেশন নির্ধারণে একটি প্রধান ভূমিকা পালন করে। লিপস্টিক ব্যবহার করার পাশাপাশি ভালো মানের সানস্ক্রিন ঠোঁটের প্রাকৃতিক রঙ ধরে রাখতে সাহায্য করতে পারে।

সাবধানতা গ্রহণের উপায় কী?
যদি আপনি লিপস্টিক লাগাতে চান, তবে লাগানোর আগে আপনার ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন, এতে আপনার ঠোঁটের কম ক্ষতি হবে।গর্ভাবস্থায় লিপস্টিকের বেশি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

লিপস্টিক সপ্তাহে ২ থেকে ৩ বারের বেশি ব্যবহার করা উচিত নয়। যদি সম্ভব হয় তবে রাসয়নিক মুক্ত লিপস্টিক ব্যবহার করুন।

আইএ

Wordbridge School
Link copied!