• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘দিগন্ত জুড়ে রক্তের গন্ধ এখনও হয়নি ম্লান’


সন্তস্য সজীব (সর্বদা) ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৯:৪৪ পিএম
‘দিগন্ত জুড়ে রক্তের গন্ধ এখনও হয়নি ম্লান’

ছোপ ছোপ রক্তের দাগ নেই পিচ ঢালা পথে
তবে দিগন্ত জুড়ে রক্তের গন্ধ এখনও হয়নি ম্লান।

মাটিতে কান পেতে বুলেটের শব্দ শোনা যায় না এখন আর
শোনা যায়, বাঙলা ভাষায় বাংলা মায়ের হাসির শব্দ।

রঙিন পোস্টারে অস্পষ্ট বর্ণমালাগুলো কবিতা বা বইয়ের পাতায় ঝকঝকে মুক্তার দানা।

আমি ‘বাঙলা ভাষায় কথা বলি, বাঙলা ভাষায় প্রভাত ফেরির গান গাই।’

আমার দেশের দোয়েল-শ্যামা যে ভাষায় নিত্য নাচে

নদীর ঢেউ ভাঙে যে ভাষায় বাংলা মায়ের কোলে।

যে ভাষার পূজো দিতে শিমুল ঝড়ে বসন্ত বেলা, সবুজ ফুলের পাপড়ি ভাঙে।
সোনালী গাঙচিল যে ভাষার বার্তা নিয়ে উড়ে যায় দূরের কোনো দেশে।

আগুনঝরা চৈত্রের রোদে রাখাল বালক যে ভাষায় মেতে ওঠে...
সে-ই তো আমার মাতৃভাষা।

আমি সেই ভাষায় কথা বলি...
সেই ভাষায় প্রভাত ফেরির গান গাই।

                     দন্তস্য সজীব (সর্বদা)

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!