• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ মারা গেছেন  


সাহিত্য-সংস্কৃতি ডেস্ক অক্টোবর ৩, ২০২৪, ০৬:২১ পিএম
কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ মারা গেছেন   

ঢাকা : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কবির কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। 

বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনির্বাণ। জানা গেছে, কাজী অনির্বাণ স্ত্রীসহ কিছুদিন আগে সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন।

চাচাতো বোন ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী বলেন, কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন।

খিলখিল কাজী জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি।

চিত্রশিল্পী কাজী অনির্বাণের বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট। বাবার সৃষ্ট অমর সুর সম্পদ সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন অনিরুদ্ধ। তার স্ত্রী লেখক ও সংগীতশিল্পী কল্যাণী কাজী। এ দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম সুবর্ণ ও মেয়ে কাজী অনিন্দিতা।

এমটিআই

Wordbridge School
Link copied!