ঢাকা: দৈনিক আমার দেশ পত্রিকা আগামী ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে বলে জানিয়েছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, গত ১৭ বছর হাসিনা পরিবারের বিরুদ্ধে কারো লেখার সামর্থ্য ছিল না। আমার দেশ আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সব সময় খোলা থাকবে।তা অসহায় মানুষের কণ্ঠস্বর হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার বাশির জামাল। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজসহ আমার দেশ পত্রিকার অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আগামী ২২ ডিসেম্বর থেকে আবারও পত্রিকাটি পাঠকের হাতে পৌঁছবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দিন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুলভ্রান্তি হয়।আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এটা শুধু আওয়ামী ফ্যাসিবাদ না, যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। এটা আমার জীবনের লাস্ট ইনিংস।এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।
আইএ







































