ছবি: সোনালীনিউজ
সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন সংবাদমাধ্যম সোনালীনিউজ ডটকম ১১তম বর্ষে পদার্পণ করেছে। ২০১৫ সালে যাত্রা শুরুর পর এক দশক পেরিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
গণতন্ত্রকে মজবুত করা, রাষ্ট্র ও সমাজের অনিয়ম-দুর্নীতি-অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক বাংলাদেশের চিত্র পাঠকের সামনে উপস্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সোনালী নিউজ। দীর্ঘ এই পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রতিষ্ঠানটি দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে সোনালী নিউজের সংবাদকর্মীরা শুরু থেকেই দায়িত্বশীল সাংবাদিকতায় নিজেদের অঙ্গীকার ধরে রেখেছেন।

১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সোনালী নিউজের কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন সংবাদকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী নিউজের প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ, ইউনুছ গ্রুপের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং ইউনূস গ্রুপের নির্বাহী পরিচালক জাফর রাজা চোধুরীসহ ইউনূস গ্রুপের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এছাড়াও সোনালী নিউজের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশক মোহাম্মদ ইউনুছ বলেন, বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন সংবাদ পরিবেশনের মাধ্যমে সোনালী নিউজকে একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সব জেলার প্রতিনিধি, দেশ-বিদেশের পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি সারাদেশের প্রতিনিধিদের মধ্যে থেকে সেরা প্রতিনিধি অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দেন।

বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন বলেন, ধীরে ধীরে পথচলা শুরু করে সোনালী নিউজ আজ ১১তম বছরে পা দিয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে সোনালী নিউজ পরিবার আরও গতিশীলভাবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবাদকর্মীরা একে অপরকে কেক খাইয়ে ১১তম বর্ষে পদার্পণের আনন্দ ভাগাভাগি করেন।
এসএইচ







































