• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার


নিজস্ব প্রতিবেদক  ডিসেম্বর ১১, ২০২২, ০১:০৮ পিএম
মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব হলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। 

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে এ নিয়োগ দেওয়া হয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বিসিএস সপ্তম ব্যাচের (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা ২০২০ সালে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছিলেন।

১৯৬৪ সালে সিরাজগঞ্জে জন্ম নেওয়া কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রি নেন। পরে এলএলবি ডিগ্রিও অর্জন করেন তিনি।

মাঠ প্রশাসন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কবির। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন তিনি।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!