• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ-রাশিয়া সম্মত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২, ২০২৪, ০৪:১৯ পিএম
রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ-রাশিয়া সম্মত

ঢাকা : রূপপুরেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বাংলাদেশ এবং রাশিয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেখানে উপস্থিত একটি সূত্র নিশ্চিত করে।

এ বিষয়ে পরে সংবাদ সম্মসেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানা গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ সফররত রসাটম মহাপরিচলককে বলা হয়, বাংলাদেশ আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী। এবং সেটা রূপপুরেই। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে রাশিয়া এবং রসাটমের কাছে সহযোগিতা কামনা করা হয়।

রসাটম এবং রাশিয়ার পক্ষ থেকে বা হয়, তারাও এ বিষয়ে বাংলাদেশকে সাহায্য করতে আগ্রহী। তারা ইতিমধ্যেই প্রথম প্রকল্পের মাধ্যমে জনবল প্রশিক্ষিত করেছে। এদের দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজও করানো যাবে। এছাড়া দ্বিতীয় প্রকল্পে খরচও কম পড়বে বলে জানানো হয় রসাটমের পক্ষ থেকে।

এমটিআই

Wordbridge School
Link copied!