• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

হত্যা-গুমে জড়িতদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৫, ০১:১২ পিএম
হত্যা-গুমে জড়িতদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ

ঢাকা : হত্যা, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন এমন ব্যক্তিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা খুন করেছে, মানুষদের গুম করেছে তারা আবার রাষ্ট্র পরিচালনা করুক সেটা অধিকাংশ জনগণই চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।’

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, ‘গত ৩ নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, তারা শপথ ভঙ্গ করেছেন। তাদের বিচারের আওতায় আনার জন্য তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।’

নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার।

এমটিআই

Wordbridge School
Link copied!