• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

স্টারলিংক চালু নিয়ে প্রধান উপদেষ্টার পোস্ট, কমেন্টে যা বললেন মাস্ক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১২:৪৭ পিএম
স্টারলিংক চালু নিয়ে প্রধান উপদেষ্টার পোস্ট, কমেন্টে যা বললেন মাস্ক

ঢাকা : বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক। গত বৃস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

সেই মিটিংয়ের পর প্রধান উপদেষ্টা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুখবরটি জানিয়ে বলেন, বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এ পোস্টে ইলন মাস্ক নিজেও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লেখেন, ‘মিস্টার ইলন মাস্কের সঙ্গে দারুণ এক বৈঠক হলো। আমরা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। তার সঙ্গে মিলে বাংলাদেশে স্টারলিংক চালু করার আশা করছি।’

এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই কমেন্ট করেন স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক। জবাবে তিনি বলেন, “এটার জন্য মুখিয়ে আছি!” (Looking forward to it!)।

এদিকে, এক্সে ড. ইউনূসের পোস্ট এবং সেই পোস্টের মন্তব্যের ঘরে ইলন মাস্কের উত্তর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

এদিকে টুইটার এক্সচেঞ্জের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রযুক্তিপ্রেমীরা মনে করছেন, দেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট চালুর ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ সহজলভ্য করতে স্টারলিংকের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এমটিআই

Wordbridge School
Link copied!