• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ থেকে শুরু হয়েছে টানা ৪ দিনের ছুটি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৫, ১০:০০ এএম
আজ থেকে শুরু হয়েছে টানা ৪ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। সাপ্তাহিক ছুটি মিলিয়ে বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত লম্বা ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকেই ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ভিড় করতে থাকেন দূরপাল্লার যাত্রীরা। টিকিট কাউন্টারগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন।

যাত্রীরা বলছেন, ঈদের বাইরে সচরাচর একটানা এত দিনের ছুটি মেলে না। তাই সুযোগ কাজে লাগিয়ে কেউ ফিরছেন গ্রামের বাড়িতে, কেউ যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। অনেক পরিবার আবার ছুটি উদযাপন করতে ছুটছেন কক্সবাজার, সিলেটসহ দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে।

বাস মালিকরা জানান, যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত বাস ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। তবে সড়কে যানজট না বাড়লে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

এম

Wordbridge School
Link copied!