• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শহিদুল আলম তুরস্ক থেকে দেশে ফিরছেন শনিবার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১০, ২০২৫, ১০:০৪ পিএম
শহিদুল আলম তুরস্ক থেকে দেশে ফিরছেন শনিবার

ইসরায়েলি কারাগারে আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। আগামী শনিবার (১১ অক্টোবর) ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, শহিদুল আলম তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছেড়ে আসবে। আশা করা হচ্ছে, শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি এবং তার নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদুল আলম আটক হওয়ার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নিজ নিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসব প্রচেষ্টার ফলেই তার মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানানো হয়।

এম

Wordbridge School
Link copied!