• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিএমপির ৬ কর্মকর্তাকে পদায়ন


নিউজ ডেস্ক অক্টোবর ২৩, ২০২৫, ১১:০৬ পিএম
ডিএমপির ৬ কর্মকর্তাকে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এলএলএম-কে ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান পিপিএম-কে প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম-কে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেক আদেশে, গোয়েন্দা (রমনা) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন-কে ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার সাগর সরকার-কে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ওয়ারী বিভাগের ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম উদ্দিন-কে সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কাঠামো ও কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ পদায়ন কার্যকর করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!