• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামীতে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না, এটিই আমার শেষ দায়িত্ব: ধর্ম উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ০৩:১০ পিএম
আগামীতে মন্ত্রিত্ব দিতে চাইলেও নেব না, এটিই আমার শেষ দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আগামীতে যে সরকারই গঠিত হোক, কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

খালিদ হোসেন বলেন, ‘এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন। আমিও আমার কাজে ফিরে যাব। কেউ আমাকে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না।’

তিনি আরও বলেন, ‘আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। আমি সব ধর্মের মানুষের জন্য কাজ করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, কিন্তু আমি বিশ্বাস করি—বাংলাদেশ এখন সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।’

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!