• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরো রুটে চালু হলো মেট্রোরেল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ১১:৪৭ এএম
পুরো রুটে চালু হলো মেট্রোরেল

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে আবারও চালু হয়েছে মেট্রোরেল সেবা। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ পর থেকে সব স্টেশন হয়ে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, সকাল থেকেই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত দুই দফা পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। পরীক্ষায় কোনো ত্রুটি না পাওয়ায় পরে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মেট্রোরেলের এক যাত্রী জানান, “বেলা ১১টার কিছু পর দেখি ট্রেন আবার চলা শুরু করেছে। অফিসে যাওয়ার পথে মেট্রোতে উঠেই রওনা দিই।”

এর আগে রোববার (২৬ অক্টোবর) ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সোমবার সকালে ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, “সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় নিরবচ্ছিন্নভাবে চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে, সেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে অফিসগামী ও সাধারণ যাত্রীদের মধ্যে।

Wordbridge School
Link copied!