• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে: প্রেস সচিব


জেলা প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৫, ১২:০৬ পিএম
বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে: প্রেস সচিব

বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারও নেই।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে সব ধরনের নির্বাচনীয় প্রস্তুতি নিচ্ছে। যারা এখনও নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে এবং নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা স্বৈরাচারের দোসর।

শফিকুল আলম বলেন, সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতেই সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সাংবাদিকতা পেশার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন।

 এম

Wordbridge School
Link copied!