• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রশিক্ষণের শেষ দিনই চাকরি হারালেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৫, ০৯:১৪ এএম
প্রশিক্ষণের শেষ দিনই চাকরি হারালেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হওয়ার দিনই সরকারি চাকরি হারালেন ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

সিনিয়র সচিব এহছানুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা হলেন—

অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর) এবং কাজী আরিফুর রহমান (ফরিদপুর)।

তিনজনই নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং একইসঙ্গে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর বিধি ৬(২)(এ) অনুসারে তাদের সরাসরি সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

এ ছাড়া, চাকরিজীবনের কোনো পর্যায়ে সরকারের আর্থিক পাওনা থাকলে তা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায় করা হবে বলেও উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয় এবং একই দিনে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে তাদের চাকরি কেন বাতিল করা হলো—সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

নিয়োগ বিধিমালা অনুযায়ী, শিক্ষানবিশ (প্রবেশন) মেয়াদে কোনো কর্মকর্তা দায়িত্বের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হলে সরকার চাইলে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই তার সরকারি চাকরির অবসান ঘটাতে পারে।

এই বিধানের ভিত্তিতেই তিন কর্মকর্তার চাকরি সমাপ্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

এম

Wordbridge School
Link copied!