ফাইল ছবি
গতকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ শনিবার নরসিংদী জেলায় আবারও দু’বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সকালে ৩.৩ মাত্রা এবং সন্ধ্যায় ৪.৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম এই কম্পনগুলোকে ‘আফটার শক’ হিসেবে উল্লেখ করেছেন।
মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাটির দুর্বল গঠনের কারণে গতকালের ভূমিকম্পে কম্পন দীর্ঘ সময় স্থায়ীভাবে অনুভূত হয়েছে। তিনি আরও জানান, ভূমিকম্পের পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আফটার শকে আগের মাত্রার চেয়ে অন্তত এক পয়েন্ট কম মাত্রা হয়। তাই এই সময়ে এমন কম্পন ঘটতে পারে এবং এ সময় নিরাপদে থাকা প্রয়োজন।
তিনি ব্যাখ্যা করেন, যদিও গতকালের ভূমিকম্প রিখটার স্কেলে ৬-এর নিচে ছিল, তবু এর স্থায়িত্ব ও তীব্রতা বেশি অনুভূত হয়েছে। কারণ, এই অঞ্চলের মাটির গঠন তুলনামূলকভাবে দুর্বল, ফলে কম্পনের ওয়েভ দীর্ঘ সময় স্থায়ী হয় এবং ঝাঁকি বেশি হয়।
মমিনুল ইসলাম মনে করিয়ে দেন, তিন দফায় অনুভূত কম্পনগুলো বাংলাদেশকে পুনরায় ভূমিকম্পের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়েছে। ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে তিনি বলেন, এই অঞ্চলে ভবন নির্মাণে আরও সচেতনতা অবলম্বন করতে হবে, বিল্ডিং কোড মেনে চলতে হবে, খোলা মাঠ ও পার্ক সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভবন সংলগ্ন রাস্তাগুলো সুপ্রশস্থ রাখা অত্যন্ত জরুরি।
এসএইচ







































