• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তারেক রহমানকে নিয়ে ৩ শব্দের স্ট্যাটাস ইশরাকের


নিউজ ডেস্ক এপ্রিল ১৬, ২০২৫, ০৫:১০ পিএম
তারেক রহমানকে নিয়ে ৩ শব্দের স্ট্যাটাস ইশরাকের

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন ইশরাক।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও তারেক রহমান ও ইশরাক হোসেনের ছবি পোস্ট করা হয়েছে।

এদিকে নিজের ফেসবুকে তারকে রহমানের সঙ্গে ছবি দিয়ে তিন শব্দের ক্যাপশন দিয়েছেন ইশরাক।

এতে তিনি বলেন, ‘লিডার, মটিভেটর, মেনটর’। তবে তাদের সাক্ষাতে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

আইএ

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Wordbridge School
Link copied!