• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২০, ০৯:২৩ পিএম
বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা

ঢাকা: রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা ‘সরকারি এজেন্টদের নাশকতা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, এই সরকারের কিছু কিছু অংশ যারা বিভিন্নভাবে এই জাতীয় কাজ ও ঘটনাগুলো করেন, কেউ কেউ স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়। এটিও আমরা অতীতে দেখেছি তারা (সরকারি এজেন্টরা) বিএনপিকে অভিযুক্ত করার জন্য বিভিন্ন সময়ে এটি করেছে।’

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপি এ ধরনের রাজনীতি করে না। আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সরকারের কিছু এজেন্ট থাকে যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটি শুরু হচ্ছে বা হতে যাচ্ছে সেটি স্যাবোটাজ করার জন্য এ ধরনের ঘটনা ঘটায়।’

মির্জা ফখরুল এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই দুস্কৃতকারী যারাই হোক তাদের আইনের আওতায় আনতে সরকারের কাছে দাবি জানান।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন, জাতীয় প্রেস ক্লাব, গুলিস্তান ও শাহবাগসহ বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন লাগানোর ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে রমনা, শাহবাগ ও পল্টন মডেল থানাসহ কয়েকটি থানায় নয় মামলা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। আমি তীব্র ভাষায় এর নিন্দা করছি। আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক চিন্তাভাবনা ও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি। এগুলো কখন হয়, যখন দেশে কোনো গণতান্ত্রিক স্পেস থাকে না।’

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!