• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সোনালীনিউজকে নাসিমপুত্র

আব্বার মতো হওয়া অনেক কঠিন


লাইজুল ইসলাম জানুয়ারি ২৬, ২০২৩, ০৯:৪৯ পিএম
আব্বার মতো হওয়া অনেক কঠিন

ঢাকা : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত মোহাম্মদ নাসিম ছিলেন একজন চৌকস রাজনীতিক। তিনি একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদে কাজ করেছেন। এর পাশাপাশি এলাকার উন্নয়নে রেখেছেন সর্বোচ্চ নজরদারি। যার কারণে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ হয়েছে উন্নত। 

রাজনৈতিক বিভিন্ন টানাপোড়েনের মধ্যেও তিনি আওয়ামী লীগকে ছাড়েননি। নাসিমের মৃত্যুর পর সেই আসনে নির্বাচিত হন তার ছেলে তানভির শাকিল জয়। নির্বাচনের সময় বাবার আদর্শকেই সামনে রেখে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। নির্বাচিত হওয়ার দুই বছর পর তিনি বলছেন, ‘আব্বার মতো হওয়া অনেক কঠিন।’ 

সোনালীনিউজের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বর্ষীয়ান নেতা নাসিমের পুত্র সিরাজগঞ্জ-১ এর সংসদ সদস্য তানভির শাকিল জয়। 

সোনালী নিউজ: আপনার এলাকায় সাংগঠনিক অগ্রগতি কতটুকু?

তানভির শাকিল জয় : 'সাংগঠনিকভাবে আমাদের অগ্রগতি যথেষ্ট আছে। তৃণমূল ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানা পর্যন্ত আমরা সম্মেলন করেছি। সকল সংগঠনকে সম্পৃক্ত করছি। সাংগঠনিকভাবে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে আত্মতৃপ্তি আছে।'

সোনালী নিউজ: এলাকার অবকাঠামোগত উন্নয়ন কতটুকু হয়েছে?

তানভির শাকিল জয় : 'অবকাঠামোগত দিক থেকে আমার একটু আত্মতৃপ্তির ঘাটতি আছে। বাবা যে প্রকল্পগুলো করেছেন, যেগুলো চলমান ছিল সেই কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। চার লেন হাইওয়ে সেটির কাজ সড়ক ও জনপথ খুব ধীরগতিতে করছে। ওখানে নদী বন্দর ঘোষণা করা হয়েছিল। সে বিষয়টি নৌ পরিবহন মন্ত্রণালয় অর্থ সংকটের কারণে করতে পারছে না। এছাড়া বাফার গুদাম যাওয়ার কথা ছিল সেটিও শিল্প মন্ত্রণালয়ের অর্থ সংকটের কারণে এখনও কাজ শুরু করা যাচ্ছে না।'

সোনালী নিউজ: নিজের উদ্যোগে কি কি করেছেন?

তানভির শাকিল জয় : 'আমি নিজের উদ্যোগে কাবিখার মাধ্যমে নির্বাচনী এলাকায় বিশেষ করে চরাঞ্চলে অনেক রাস্তাঘাট করেছি। যেটি বাংলাদেশের মোটামুটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। পত্রপত্রিকায় নিউজ এসেছে এবং নদী ভাঙন রোধ করার জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলোরও ভালো অগ্রগতি রয়েছে।'

সোনালী নিউজ: নির্বাচনের আগে বলেছিলেন, বাবার কাজ ও সুনামের ৩০ শতাংশ যেতে পারলে আপনার জীবন সার্থক। গত দুই বছরে সেই ৩০ শতাংশের কতটা অর্জন করতে পেরেছেন? 

তানভির শাকিল জয় : 'আব্বার মতো হওয়া অনেক কঠিন। তার ৩০ শতাংশ হওয়াও অনেক কঠিন। তার মতো হতে আমার আরো অনেক সময় লাগবে। আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। সাংগঠনিক এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমার সফলতা আছে বলে আমি মনে করি। আমি মূলত আব্বার আদর্শকে সামনে রেখে মানুষের সেবা করে যেতে চাই।'

সোনালী নিউজ: অর্থনৈতিক সংকটে আপনার এলাকার উন্নয়নে বাঁধা পরেছে কি না?

তানভির শাকিল জয় : 'যদি সামগ্রিক অর্থনৈতিক সংকট পরিস্থিতি না থাকত তাহলে হয়তবা আমার এলাকায় আরো অনেক উন্নয়ন হতো। সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়নে আমার চেষ্টা সত্ত্বেও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে ফলাফল ততটা সন্তোষজনক নয়। এই সমস্যা কাটলে আমি আশা করি হাতে থাকা উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করতে পারবো।'

সোনালীনিউজ/এলআই/আইএ

Wordbridge School
Link copied!