• ঢাকা
  • শুক্রবার, ২৪ মে, ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

গণহত্যা দিবসে আওয়ামী লীগের যত কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৪, ০১:১৭ পিএম
গণহত্যা দিবসে আওয়ামী লীগের যত কর্মসূচি

ঢাকা : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। বেলা ২ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এই সমাবেশ হবে।

শনিবার (২৩ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

বিশ্ব ইতিহাসের বর্বরতম ভয়াল কালোদিন (২৫ মার্চ)। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতির জীবনে দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্মম গণহত্যায় নিহতদের স্মরণে গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে গৃহীত হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!