• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাসুদ সাঈদী

শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন, ফাঁসির দড়ি তৈরি আছে 


পিরোজপুর প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:০০ পিএম
শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন, ফাঁসির দড়ি তৈরি আছে 

পিরোজপুর: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনা বলেন তিনি বাংলাদেশের কাছেই আছেন। যে কোন সময় টুস করে ঢুকে পড়বেন। আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনার সাহস থাকলে আপনি বাংলাদেশে আসুন। আপনি শেখের বেটি হয়ে থাকলে বাংলাদেশে আসেন। আপনার জন্য ফাঁসির দড়ি রেডি আছে। সকল শহীদ পরিবারের সামনে আপনার ফাঁসি হবে। 

তিনি বলেন, আওয়ামী লীগ একটি পাপিষ্ট দলের নাম। তাদের মাঝে কোন অনুতপ্ত নাই। তারা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে কিন্তু অনুতপ্ত হয়ে একবারও ক্ষমা চায়নি।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ফজলুল করিম আলিম মাদ্রাসা মাঠে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, নির্বাচন নিয়ে কিছু মানুষ অস্থির হয়ে গেছেন। দেশে আগে সংস্কার হবে তারপর নির্বাচন চাই। কারন শেখ হাাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ঘাপটি মেরে আছে। তাই সংস্কার ছাড়া নির্বাচন যেই লাউ সেই কদু। 

তিনি বলেন, আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম, গুম, খুন, ফাঁসি ও নির্যাতন শেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে পরিবর্তন পেয়েছি তা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নের জন্যই এই আত্মত্যাগ। আসুন আমরা অল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাঃ) তার জীবনের বিনিময়ে যে স্বপ্ন তিনি রেখে গেছেন আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মো; জহিরুল হক, বর্তমান সভাপতি ছিদ্দিকুল ইসলাম খন্দকার, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: শাহ জালাল, জেলা জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল প্রমুখ।

এসএস

Wordbridge School
Link copied!