• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলাই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা ও ইতিহাস উপেক্ষিত: এনসিপি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০২:০৯ পিএম
জুলাই ঘোষণাপত্রে শহীদদের সংখ্যা ও ইতিহাস উপেক্ষিত: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “জুলাই ঘোষণাপত্রে প্রায় এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। এক বছরের সরকার এ পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ হয়েছে, যার প্রতিফলন ঘোষণাপত্রেও দেখা যায়।”

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের কথা থাকলেও, ১৯৪৭ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট সেখানে উল্লেখ করা হয়নি। ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের আন্দোলনসমূহকে একসাথে যুক্ত করলে ঘোষণাপত্রটি আরও সমৃদ্ধ হতে পারত।”

আখতার হোসেন আরও বলেন, “ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলন, মোদী বিরোধী বিক্ষোভ, কোটা সংস্কার আন্দোলন এবং আবরার ফাহাদ হত্যার পর ছাত্র-জনতার প্রতিক্রিয়া উল্লেখ থাকলে তা আরও প্রাসঙ্গিক হতো।”

তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি। গণপরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ইচ্ছানুযায়ী একটি নতুন সংবিধান প্রণয়ন করা এখন সময়ের দাবি।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।

ওএফ

Wordbridge School
Link copied!