• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটে বিএনপির ১২৯ মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে ফখরুলের বৈঠক


সিলেট ব্যুরো অক্টোবর ২০, ২০২৫, ০৯:১১ এএম
সিলেটে বিএনপির ১২৯ মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে ফখরুলের বৈঠক

সিলেট বিভাগের ১৯ আসনের ১২৯ মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন। রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কোন আসনেই একক মনোনয়ন চূড়ান্ত হয়নি।

বৈঠকে মহাসচিব ফখরুল সকল প্রার্থীদের নিজ নিজ এলাকায় সংগঠন শক্তিশালী করা এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন, প্রচারণার সময় দলের মধ্যে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নেওয়া হবে।

বৈঠকটি রোববার (১৯ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা ওয়ারি আকারে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের চার জেলার মোট ১৯টি আসনের ১২৯ প্রার্থী এতে অংশ নেন।

বৈঠকে ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি আসনে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাকেই চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে। মনোনয়ন ঘোষণার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একজন প্রার্থী নির্বাচিত হলে বাকিদের দায়িত্ব হবে তাকে বিজয়ী করা।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে মহাসচিব মূলত দলীয় নির্দেশনা দিয়েছেন। এখনও কাউকে বাদ দেওয়া হয়নি, আবার কাউকেও মনোনীত করা হয়নি।’

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র জি কে গউছ বলেন, বৈঠকটি সুনামগঞ্জ থেকে শুরু হয়ে মৌলভীবাজার পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘ঢাকায় এখন সিলেটের অসংখ্য নেতা, যার ফলে প্রতিটি আসনে প্রার্থীর সংখ্যা অনেক।’

বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকের মূল লক্ষ্য ছিল সিলেট বিভাগের প্রার্থীদের মধ্যে ঐক্য রক্ষা ও মাঠ পর্যায়ে প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগে কেউ দলীয় প্রতীক বা প্রচারণা নিয়ে বিভাজন সৃষ্টি করলে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, বৈঠকে মনোনয়ন চূড়ান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দলীয় হাইকমান্ড পরবর্তী সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বিএনপি কেন্দ্রের পূর্বের তলব অনুযায়ী শনিবারও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা ঢাকায় উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিটি আসনের সাংগঠনিক অবস্থা, ভোটার সংযোগ, জনপ্রিয়তা ও সম্ভাব্য নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়।

বিএনপি সূত্র জানায়, এবারের প্রার্থী বাছাই তথ্যভিত্তিক ডিজিটাল ডেটাবেজ ব্যবহার করে করা হচ্ছে। প্রতিটি প্রার্থীর রাজনৈতিক ও ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। যোগ্যতা হিসেবে দেখা হচ্ছে- অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগ, জনসম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক ও রাজনৈতিক ঐতিহ্য এবং ত্যাগ। অপরদিকে অযোগ্যতার মধ্যে রয়েছে- বিদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকা, অপরাধমূলক কার্যকলাপে যুক্ত থাকা, বা নির্বাচনী এলাকায় অগ্রহণযোগ্যতা।

বৈঠকে জানানো হয়, প্রতিটি আসনে একজনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। বিকল্প হিসেবে আরও দুইজনের নাম সংরক্ষণ করা হবে। নির্বাচিত প্রার্থীর কোনো কারণে সমস্যা দেখা দিলে বিকল্প তালিকার কাউকে মনোনয়ন দেওয়া হবে। যাঁরা মনোনয়ন পাবেন না, তাদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হতে পারে।

এম

Wordbridge School
Link copied!