• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি, জোট নিয়ে যে ব্যাখ্যা দিল দলটি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৫, ২০২৫, ০৩:৫১ পিএম
শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি, জোট নিয়ে যে ব্যাখ্যা দিল দলটি

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই জাতীয় সনদে সই করার সিদ্ধান্ত তারা বাস্তবায়ন আদেশের খসড়া না দেখার পরই নেব।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদে সই শুধু আনুষ্ঠানিকতা। বাস্তবায়নের আদেশের খসড়া এবং এর পরিধি জনগণের কাছে স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না।’ তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল সনদকে মুছে বা ভেস্তে দিতে চাইছে। তাই কারও চাপে সনদকে প্রতারণার বস্তু বানানো চলবে না।

এনসিপি সদস্য সচিব আরও বলেন, ‘শাপলা প্রতীকেই আমরা নির্বাচন করতে চাই। জোট গঠন নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি, তবে যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে।’

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা।

এসএইচ

Wordbridge School
Link copied!