• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েও আন্দালিভের প্রতীক কেন গরুর গাড়ি?


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৫১ পিএম
বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েও আন্দালিভের প্রতীক কেন গরুর গাড়ি?

ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলেও পিরোজপুর-১ আসনের প্রার্থী আন্দালিভ রহমান কেন নিজের দলীয় প্রতীক গরুর গাড়ি ব্যবহার করছেন, তা নিয়ে চলছে রাজনৈতিক আলোচনা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ছোট বা মাঝারি দলগুলো যখন বড় দলের সঙ্গে জোট করে, তখন জোটের মূল দলের কৌশল অনুযায়ী অভিন্ন প্রতীকে নির্বাচন করা ভোটারদের সুবিধা দেয়। তবুও কিছু ক্ষেত্রে ব্যক্তিগত পরিচিতি ও রাজনৈতিক অবস্থানের কারণে প্রার্থী নিজের দলীয় প্রতীকে নির্বাচন করতে পারে। আন্দালিভ রহমানের ক্ষেত্রও এমনই।

রাজধানীর তিতুমীর কলেজ থেকে গুলশান পর্যন্ত দেখা যায়, বিজেপি ও আন্দালিভ রহমানের পোস্টারে গরুর গাড়ি প্রতীক প্রচুর। যদিও তিনি বিএনপির সঙ্গে জোটে আছেন, স্বতন্ত্র প্রতীকের কারণে ভোটাররা প্রার্থীর পরিচিতি সহজে চিনতে পারবে।

বিশ্লেষকরা বলছেন, ভোটার বিভ্রান্তি এড়াতে জোটবদ্ধ প্রার্থীরা সাধারণত জোটের প্রধান দলের প্রতীকে নির্বাচন করেন। তবে আন্দালিভ রহমানের ক্ষেত্রে তার নিজস্ব দলীয় প্রতীকের ব্যবহার ভোটার ও স্থানীয় সমর্থকের কাছে পরিচিতি বজায় রাখতে সাহায্য করবে।

নির্বাচনী বিশ্লেষকরা আরও মনে করছেন, ছোট দলগুলোর জন্য নিজস্ব প্রতীকে নির্বাচনে জয়ী হওয়া কঠিন। তাই জোটবদ্ধ প্রার্থীরা সাধারণত বড় দলের প্রতীকে ভোট দেয়, যাতে জোটের নির্বাচনী কৌশল সফল হয়।

যেখানে বিএনপি জোটে অংশীদার দেয়, সেখানে ছোট দলগুলো প্রার্থীর নিজস্ব প্রতীকে ভোট করানোতে সুবিধা পেতে পারে না। তবে আন্দালিভ রহমানের ব্যক্তিগত পরিচিতি ও রাজনৈতিক পরিচয় তাকে কিছুটা সুবিধা দেবে। এই কারণেই তিনি গরুর গাড়ি প্রতীকেই প্রার্থী হয়েছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!