ছবি: সংগৃহীত
গাজীপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগোতে শুরু করেছে প্রার্থীদের জনসংযোগ ও রাজনৈতিক কর্মকাণ্ড। যদিও নির্বাচন ঘোষিত হয়নি, তবুও বিএনপি বাদে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিএনপির চার ভাগে বিভক্ত থাকার কারণে দলের মনোনয়নপ্রত্যাশীরা প্রতিযোগিতায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করছেন।
গাজীপুর-১ আসনটি কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ২৭৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৭ হাজার ২৪১ এবং নারী ভোটার দুই লাখ ৩৮ হাজার ২৭।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা চারটি গ্রুপে বিভক্ত। কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান, চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং সাবেক পৌর মেয়র মজিবুর রহমান নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। তারা প্রত্যেকে দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
এদিকে জামায়াতে ইসলামী থেকে সাবেক সচিব শাহ আলম বকশি একক প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী জি এম রুহুল আমিনও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। স্থানীয়রা মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি, তবে জামায়াতের জনপ্রিয়তাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা জানান, আসনের রাজনৈতিক মানচিত্র দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও এবারের নির্বাচন নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনের ফলাফল নির্ধারণে ভোটারদের সচেতনতা এবং দলগুলোর মাঠে কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএইচ







































