• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত:  ইশরাক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২৫, ০৯:৩০ এএম
আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত:  ইশরাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকার আলোচিত তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন লড়বেন ঢাকা-৬ আসন থেকে।

দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কৃতজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।

স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, “আলহামদুলিল্লাহ। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় আমাকে ঢাকা-৬ আসন (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি আংশিক ও বংশাল আংশিক) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।”

তিনি আরও লেখেন, “সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আল-আলামিনের জন্য। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি।”

ইশরাক বলেন, “পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি বিএনপির জন্য পুনরুদ্ধার করাই আমার মূল লক্ষ্য। পাশাপাশি যেখানে প্রয়োজন, সেখানে দলের অন্যান্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

দলীয় নেতৃত্বের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান সরাসরি আমাকে নানা দায়িত্ব দিয়ে আসছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার নেতৃত্বকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ নিরাপদ ও সমৃদ্ধ থাকবে। এই মনোনয়নকে আমি পুরস্কার নয়, বরং একটি গুরুদায়িত্ব হিসেবে দেখছি।”

স্ট্যাটাসের শেষ অংশে ইশরাক লেখেন, “এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দায়িত্ব দেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই বিএনপির নেতা-কর্মী এবং সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বটি সফলভাবে পালন করতে চাই।”

এম

Wordbridge School
Link copied!