• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত জোট করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে: আমীর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ১১:৪৪ এএম
জামায়াত জোট করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে: আমীর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই এবং পিআর পদ্ধতিতে নির্বাচনে সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করেন।

বিদেশ সফরের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের উষ্ণ সাড়া ও ভালোবাসায় তিনি আপ্লুত। শফিকুর রহমান তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবার সিলেটে আগমন করেন এবং জেলা ও মহানগর জামায়াত আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

এম

Wordbridge School
Link copied!