নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন তালিকায় নিজেদের নাম না থাকায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে রয়েছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত তার অনশন টানা ৭৮ ঘণ্টায় গড়িয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানিয়েছেন।
শুক্রবার বিকেলে নির্বাচন ভবনের সামনে গিয়ে দেখা যায়, অনশনরত অবস্থায় মাটিতে বসে আছেন তারেক রহমান। তার হাতে স্যালাইন পুশ করা হয়েছে। চারপাশে সমর্থক ও কৌতূহলী জনতার ভিড়। অনেকেই তার ভিডিও ও ছবি তুলছেন। তারেক হাতে দলীয় কাগজপত্র ধরে সাংবাদিকদের দেখাচ্ছিলেন এবং বলছিলেন— “সব নথি জমা দেওয়ার পরও কেন আমাদের দল নিবন্ধন পেল না, সেটার উত্তর চাই।”
ইসির পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা এসেছিলেন অনশন ভাঙাতে। আমি তাঁকে বলেছি, আপনারা যে চিঠি দিয়েছেন সেটা নিজেরা পড়েছেন কি না? তিনি বলেন, না পড়েননি। পরে যখন গণমাধ্যমের সামনে আমি চিঠির অসঙ্গতি দেখালাম, তখন তিনি কিছু বলতে পারেননি। এরপর বললেন, ‘স্যারদের সঙ্গে আলোচনা করে জানাচ্ছি।’ কিন্তু তিনি আর ফেরেননি। আজ শুক্রবার বন্ধ, কাল শনিবারও ছুটি। এটুকু মানবিকতা তাদের নেই।”
তিনি আরও বলেন, “ইসি ভেবেছিল আমি দুদিন বসে লজ্জা পেয়ে উঠে যাবো। কিন্তু আমি অনড়। আমার সহযোদ্ধারা বহুদিন ধরে ভোটাধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এখন তারা প্রার্থী হতে পারছে না— এটা আমি মেনে নিতে পারি না। আমি এই জায়গা থেকে নিবন্ধন না পাওয়া পর্যন্ত উঠব না।”
তারেক রহমান দাবি করেন, ইসি নানা অজুহাতে তাঁর দলের আবেদন ঝুলিয়ে রেখেছে। “তারা বলছে, তদন্ত করতে হলে আপনাকে না জানিয়েও করতে পারি। ঠিক যেমনভাবে আইনশৃঙ্খলা বাহিনী বলে— যথাযথ সন্দেহে গ্রেপ্তার করতে পারি, কিন্তু সেই ‘সন্দেহ’ কী তা বলে না,”— মন্তব্য করেন তিনি।
অনশনে বসে থাকা অবস্থায় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসে সংহতি জানিয়েছেন বলেও জানান তিনি। “গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই এসে গেছেন। এরপর জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মোটরশ্রমিক দল ও বারো দলীয় জোটের নেতারাও এসেছেন। সবাই আমার পাশে দাঁড়িয়েছেন,” বলেন তারেক রহমান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধনের সুপারিশ করে। তবে তালিকা থেকে বাদ পড়ে ‘আমজনতার দল’। সেই দিন থেকেই তারেক রহমান কমিশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
এম







































