• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৫ বছর পর পুরোনো পথে সোহেল তাজ যুক্তরাষ্ট্রগামী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০২৫, ০৪:০৪ পিএম
১৫ বছর পর পুরোনো পথে সোহেল তাজ যুক্তরাষ্ট্রগামী

ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অবশেষে যুক্তরাষ্ট্রগামী হয়েছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৩৯ ফ্লাইটে ঢাকা থেকে দোহা হয়ে আমেরিকার উদ্দেশে রওনা দেন। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোহেল তাজ ইমিগ্রেশন ও অন্যান্য সংস্থার যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স নিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।

বুধবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। তিন ঘণ্টা ট্রানজিট, তারপর ১৫ ঘণ্টার ফ্লাইট যুক্তরাষ্ট্রের উদ্দেশে। এই বিমানবন্দর দিয়ে আমি গত ১৫ বছর যাতায়াত করেছি। তখন এটি ঢাকার বিমানবন্দরের থেকেও ছোট ছিল, এখন পৃথিবীর অন্যতম ব্যস্ততম ও সেরা বিমানবন্দর।’

এর আগে মঙ্গলবার দিনগত রাত ১টা ১১ মিনিটে তিনি ফেসবুকে জানান, ‘চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।’ বিকেলেই আরেক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়।’

গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল তাজকে আটকে দেওয়া হয়। তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে ‘ভ্রমণরোধ’ থাকায় দেশত্যাগে অনুমতি দেওয়া হয়নি।

এসএইচ 

Wordbridge School
Link copied!