• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সুজনের স্বপ্ন

রিকশাচালক থেকেও সংসদে সাধারণ মানুষের প্রতিনিধি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ০৪:৫৭ পিএম
রিকশাচালক থেকেও সংসদে সাধারণ মানুষের প্রতিনিধি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রিকশাচালক এমপি প্রার্থী সুজন মিয়া সোনালীনিউজের সঙ্গে আলাপকালে জানান, তিনি সাধারণ জনগণের পক্ষে কাজ করতে চান। দলের বাইরে কিছু বলতে না চাইলেও বলেন, ‘দেশের মালিক সাধারণ জনগণ। তারা আমাকে সমর্থন দিলে আশা করি সমস্যা হবে না, আমি ভালোভাবে কাজ করতে পারবো।’

সুজন বলেন, এমপি হিসেবে তিনি রিকশাচালক, দিনমজুর ও সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান। সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলবেন। তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস ও হেলাল উদ্দিন তারা বড় রাজনীতিবিদ তাদের আমি সম্মান করি। আমি দেশের জন্য কাজ করতে চাই। ভোটাররা যদি আমাকে পছন্দ করে ভোট দেন, আমি খুশি হব। আমি কোনো খারাপ কাজ করছি না।’

নিজেকে ভোট দেওয়ার জন্য জনগণকে প্রমাণ করার প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘আমাকে কেউ ভোট দেন বা না দেন, নির্বাচনে পাশ করি বা না করি, একজন রিকশাচালক সাহস করে মনোনয়নে আসা বড় বিষয়। তবে যদি ভোট দিয়ে সংসদে পাঠায়, আমরা সাধারণ মানুষের কথাই বেশি বলব।”

সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের সঙ্গে নিজের ভয়ের কথাও জানান। তিনি বলেন, ‘সাংবাদিকরা কিছু বিষয়কে বড় করে প্রচার করে। যেমন, যারা ১৭ বছর সংসদে গেছেন, তারা কি এতিমের টাকা খাইনি? সেটি একটি দল নিজের ওপর টেনে নিয়েছে।’

এছাড়া সুজন উল্লেখ করেন, ৫ আগস্টের পর সাধারণ একজন রিকশাচালকও সংসদে প্রতিনিধিত্ব করতে পারে, এটি তার স্বপ্ন।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!